ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষার ফলাফলে কারোই করোনা পজেটিভ আসেনি।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সব নমুনার ফলাফল না আসায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ৪৮ জনের ফলাফল জানিয়েছিলেন।
ডা. শেখ ফজলে রাব্বি বলেন, মঙ্গলবার ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে দামপাড়া থেকে পাওয়া প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া ব্যক্তি ব্যক্তিটির পুনরায় পজেটিভ এসেছে। আর উনার ছেলের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এটার ফলাফল জানা যাবে।
তিনি বলেন, এখন পর্যন্ত সর্বমোট ২৫০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে দুইজনের দেহে এ করোনা ভাইরাস পাওয়া গেছে। বাকি ২৪৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।