বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনা শনাক্তকরণ পরীক্ষায় ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

- Advertisement -

বিশেষজ্ঞরা মনে করেন, নমুনা পরীক্ষায় ধীরগতি বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি। তবে সুষ্ঠু ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ হলে অনেকটাই কমবে সে ঝুঁকি। তবে সতর্ক নজরদারিতে নিশ্চিত করতে হবে বুথের সর্বোচ্চ সুরক্ষা।

- Advertisement -google news follower

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনুপাতে নমুনা পরীক্ষার তালিকায় প্রায় তলানিতে বাংলাদেশের অবস্থান। বিপরীতে নমুনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্ত হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ।

গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই শনাক্তের হার ঘুরপাক পাচ্ছে ২০ শতাংশে, মোট আক্রান্তের ৫১ শতাংশই সংক্রমিত হয়েছেন এই ১৪ দিনে। এমন অবস্থায় সংক্রমণের গতি কমাতেই নমুনা পরীক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।

- Advertisement -islamibank

স্বাস্থ্য বিভাগ অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বলেন, আমরা দেখি, কিছু মোবাইল বুথ খোলা যায় কি-না। ডিজি অফিসকে বলে কিছু মোবাইল বুথের ব্যবস্থা যদি নেওয়া যায়, তাহলে ঝামেলা কিছুটা হলেও কমতে পারে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM