লক্ষ্মীপুরে করোনায় প্রকৌশলী-নার্সসহ আক্রান্ত ১৮

লক্ষ্মীপুরে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় একজন বেসরকারি কলেজের অধ্যক্ষ, গণপূর্ত বিভাগের একজন উপসহকারী প্রকৌশলী, একজন নার্স ও সোনালী ব্যাংক কর্মচারীসহ আরো ১৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -

সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জয়নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার বসিকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল হুদা বকুল, জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, সদর হাসপাতালের একজন নার্স ও সদরের আরো দুজন রয়েছেন।

- Advertisement -google news follower

এদিকে সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, হাট বাজার খুলে দেওয়ার পর থেকে নৌপথে এবং যানবাহনে কেউ কেউ মানলেও অনেকেই স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মানছেন না। এতে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM