উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে হাটহাজারীতে বর্জ্য অপসারণ শুরু হলো।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টায় ইউএনও নিজে উপস্থিত থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ কাজের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।
দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের দু’পাশে ময়লা-আবর্জনার স্তূপ ছিল। এতে বিপাকে পড়তে হয়েছে সাধারণ পথচারীদের। দুর্গন্ধে হাঁটা দায় হয়ে পড়ে রাস্তায়। পৌর এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি মশার উপদ্রবও বাড়ে।
ইউএনও রুহুল আমিন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে মহাসড়কে অসাধ্য হয়ে পড়ে। এখন থেকে জনসাধারণ দিনে আর কোনো ময়লা ফেলবে না। ভোরে ফেলবে এবং তা খুব দ্রুত পরিষ্কার করা হবে। আমি সপ্তাহে একদিন নিজে উপস্থিত থেকে এর তদারকি করব।
এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জয়নিউজ/আরসি