জয়নিউজবিডি ডেক্স: এই সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিক্রয় চাপে লেনদেন ও সার্বিক মূল্যের সিংহভাগ কোম্পানির দর কমেছে।
বাজার পর্যালোচনায় জানা যায়, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মূল্য সূচক কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৬৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ারের। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে ২৫ দশমিক ১০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ারের।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসই তে ২৪০টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৩টি, দর কমেছে ১৫৪টির এবং ২৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। আগের কার্যদিবসের তুলনায় মূল্য সূচক ৬৭ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। সিএসইতে শীর্ষে টার্নওভার তালিকায় দুই কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল কোম্পানি।