বাঁ হাতের কনিষ্ঠায় চোট নিয়ে এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে হঠাৎ জানা যায় খেলছেন না বাংলাদেশ দলের অন্যতম শক্তি সাকিব। চোটের অবস্থার আরও অবনতি হলে দেশে ফিরে আসেন ফাইনালের আগেই। এসেই অস্ত্রোপচার করাতে বাধ্য হন। ফলে তিন দিন হাসপাতালেই ছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক।
অবশেষে রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দেশসেরা অলরাউন্ডার হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক। তবে, আঙুলের ইনফেকশন পুরোপুরি না শুকালে বড় অস্ত্রোপচার করাতে পারবেন না সাকিব। আর এই ইনফেকশন থেকে সেরে উঠতে প্রায় মাসখানেক লেগে যাবে তার।
জয়নিউজ/শহীদ/জুলফিকার