টানা ২২ দিনের আজ মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। তাই কর্মহীন জেলে পল্লীতে আবারো প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। নৌকা-জাল নিয়ে জেলেরাও সেরে নিচ্ছেন শেষ মুহুর্তের প্র্স্তুতি। নিষেধাজ্ঞা শেষ হওয়া মাত্রই রাতেই বেড়িয়ে পড়বেন ইলিশ ধরতে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই নগরের ফিশারিঘাটে আবার শুরু হবে ইলিশ বিক্রির হাঁকডাক। তবে নিষেধাজ্ঞার পর প্রথমদিনের বাজারে ইলিশের দামও যে খুব একটা কম হবে না তা বলাই চলে।
জেলেরাও আশায় বুধ বেঁধেছেন আবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে জালে। ঘুচাবে তাদের দারিদ্রতা।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর থেকে সাগর ও নদ-নদীতে ইলিশ ধরা ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার।