এটি দেশের বিখ্যাত একটি বিল। চট্টগ্রামের একটি উপজেলায় এর অবস্থান। আরেকটু স্পষ্ট করে বললে, এর অবস্থান চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে।
অনেক পাঠকই বুঝে গেছেন কোন বিলের কথা বলছি। হ্যাঁ, বলছি রাঙ্গুনিয়ার বিখ্যাত গুমাই বিলের কথা। রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর পাহাড়ের পাদদেশে চন্দ্রঘোনা, মরিয়মনগর, হোসনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া, লালানগর ইউনিয়ন ও পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাজুড়ে যার অবস্থান।
বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিলগুলোর মধ্যে সবচেয়ে বড় ‘গুমাই বিল’। এই বিলের এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে নাকি সারা দেশের আড়াই দিনের খাদ্যের চাহিদা মেটানো যায়!
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, ঐতিহ্যের গুমাই বিলে শুরু হয়ে গেছে ধান কাটা উৎসব। বরাবরের মতো ফলন ভালো হওয়ায় ধান কাটতে আসা কৃষকদের মুখে তৃপ্তির হাসি।
আবদুল নামে এক কৃষক জয়নিউজকে বলেন, ফলন খুব ভালো হয়েছে। কিছু ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছি। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে সব ধান পেকে যাবে। তখন পুরোদমে শুরু হবে ফলন সংগ্রহ।
জয়নিউজ