নগরে হু হু করে বাড়ছে করোনা রোগী

চট্টগ্রাম নগরে হু হু করে বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সব উপজেলা মিলে আক্রান্তের সংখ্যা যেখানে ১১ জন, নগরে সেই সংখ্যা ১০২!

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ৮৬৯টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ১১৩। এ পর্যন্ত আক্রান্ত ২২ হাজার ২২৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যুও হয়নি।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৭ নমুনা পরীক্ষায় ১৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৫২ নমুনা পরীক্ষায় ১৬ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৪১টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪টি নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। অপরদিকে কোনো পরীক্ষা হয়নি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে।

- Advertisement -islamibank

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২২টি নমুনা পরীক্ষায় ২১ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩ জনের মধ্যে ১০২ জন নগরের এবং ১১ জন উপজেলার।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM