‘ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিজের বিছানা নিজে গুছিয়ে রেখে নিজেই চা বানিয়ে খাই। তারপর সময় থাকলে বই পড়া ও পাশের লেকে মাছও ধরি।’
গত সেপ্টেম্বর মাসে সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাগুলো জানিয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তেমনই দুটো ছবি। একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে, অন্যটিতে তিনি সেলাই করছেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই ছবি দুটো পোস্ট করা হয়। বড়শি দিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নাই।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে ছবি দুটো পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।’
অবসরে সেলাই করছেন প্রধানমন্ত্রী- ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি তাঁর অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।’
ছবি দুটি নিজ ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড়, আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল লিখেছেন, ‘সাধারণে অসাধারণ, সত্যি তিনিই আমাদের মানবতার মা।’