পাহাড়কাটা আর বৃক্ষনিধনে চট্টগ্রামের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। এখনো বায়েজিদ, জঙ্গল সলিমপুর, আকবরশাহ, আলীনগরে দিন দুপুরে পাহাড় কেটে প্লট তৈরির মহোৎসব চললেও কেউ যেন দেখার নেই। তাই এসব এলাকায় প্রাণবৈচিত্র্য ছিল তারাও এখন বিলুপ্তির পথে।
তবুও শীতের দিকে যখন খাবারের অভাব হয় তখন লোকালয়ের কাছাকাছি দেখা মেলে কয়েকটি মায়া হরিণের। গতবছরও শীতকালে একই এলাকায় আরো বেশি মায়া হরিণের বিচরণ দেখা গিয়েছিল। কিন্তু এবছর তা হাতে গোনা মাত্র কয়েকটি।
কিন্তু এদের রক্ষায় বনবিভাগের যেন কোনো ভ্রুক্ষেপ নেই। তাই যেকোনো সময় চোরাগুপ্তা শিকারির নিশানায় হারিয়ে যাবে এসব মায়া হরিণ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) আকবরশাহ এলাকা থেকে ছবিগুলো তোলা।