কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণ: আরও ২ জনের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে বেলুন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে বিস্ফোরণের ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই কিশোর।

- Advertisement -

এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।

- Advertisement -google news follower

জানা গেছে, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়া বার্ষিক সভার শেষ দিন আজ (শুক্রবার)। এ উপলক্ষে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা বসে।

মেলায় এক বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM