প্রায় ৮ মাস পর দেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।
মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর আজকেই এক দিনে সাড়ে তিন হাজারের বেশি শনাক্ত হলো।
দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।