মহামারি করোনার কারণে কাজ হারিয়ে দিশেহারা নগরের অনেক নিম্নবিত্ত মানুষ। সংকটকালীন এ সময়ে এমনই ১ হাজার ২০০ জনের মাঝে সুরক্ষা সামগ্রী ও তৈরি খাবার নিয়ে পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
সোমবার (১৯ এপ্রিল) ফিরিঙ্গিবাজার জাকির হোসেন হোমিওপ্যাথি কলেজ মাঠ ও কোর্ট বিল্ডিং শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় দেবাশীষ পাল বলেন, লকডাউনে মানুষের কষ্ট লাঘবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের আহ্বানে মাসব্যাপী আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এরই অংশ হিসেবে ১২০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নিশাত চৌধুরী, রায়হান রেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইমতিয়াজ আহমেদ বাবলা, মঈন উদ্দিন মঈনু, আমিনুল ইসলাম, শামীম আজাদ রুবেল, টারজান, আজাদ, নোমান শিহাব, সাদ্দাম হোসেন, আমিনুল ইসলাম আমিন, ফারহান, আরিফুল হক, ইমন, রাব্বি, জিসান, ইমাম, দিবলু দাশ, শুভ গুহ, মাহিন, জাহেদ, ইমরান, অপু দাশ, মিজান মিথু, সুমন দাশ, রিপন দাশ, স্বপন দাশ, অনু দাশ, মো. হুমায়ুন মোর্শেদ, মো. রুবেল, ফারুক সাগর ও সুমন।
জয়নিউজ/পিডি