করোনা টিকা প্রাপ্তি ও হয়রানি বন্ধে বিক্ষোভ করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীরা।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে আগ্রাবাদের জেলা কমসংস্থান ও জনশক্তি অফিসের সামনে তারা এ বিক্ষোভ করেন।
সকাল থেকে আরব আমিরাত, সৌদি আরব, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীরা এ অফিসের সামনে জড়ো হন।
এসময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে। কিন্তু প্রবাসীদের বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা থাকেন তারা সবচেয়ে অবহেলিত। করোনা সংকটে তারা এখনো অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাচ্ছেন না। ফলে তার ফের কর্মস্থলে গিয়ে যোগ দিতে পারছেন না। অনেক ভিসার মেয়াদও শেষের পথে। তাই অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সহজে টিকা প্রাপ্তি ও বিভিন্ন হয়রানি এখনই বন্ধের দাবি জানান।
জয়নিউজ/পিডি