চট্টগ্রামে ঈদের পর থেকে উচ্চহারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা সংক্রমণ হয়েছে ৮০১ জন। সেই সাথে বেড়েছে মৃত্যু। এদিন মারা গেছেন ১১ জন।
রোববার (২৫ জুলায়) সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়।
বিআইটিআইডি ল্যাবে ২৬৫ নমুনা পরীক্ষায় ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬৫ নমুনা পরীক্ষায় ১১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষায় ৩৯ জন, শেভরনে ৩৮৩ নমুনা পরীক্ষায় ১১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ নমুনা পরীক্ষায় ৩১ জন, মেডিকেল সেন্টারে ৪৯ নমুনা পরীক্ষায় ৩৪ জন এবং এন্টিজেন টেস্টে ৮৬৩ নমুনা পরীক্ষায় ৩২৪ জনের করোনা শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫৮ নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৪৬৯ জন এবং উপজেলা এলাকায় ৩৩২ জন রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি