চট্টগ্রামে: নগর পেরিয়ে গ্রামেও বেড়েছে করোনার প্রকোপ

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসাথে গত দুই সপ্তাহে প্রায় দ্বিগুণ বেড়েছে মৃত্যুর হার। তবে শঙ্কার বিষয় বিগত দিনে নগরের করোনার প্রকোপ বেশি থাকলেও এখন তা বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ জনের। এদিন মৃত্যুবরণ করেছেন আরো ১৭ জন।

- Advertisement -google news follower

নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৮৫৮ জন এবং উপজেলা এলাকায় ৪৫৭ জন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৫১৫ নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -islamibank

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২ নমুনা পরীক্ষায় ১২০ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৯৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩ নমুনা পরীক্ষায় ১৫০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭৩ নমুনা পরীক্ষায় ১০৪ জন, এন্টিজেন টেস্টে ১০০৬ নমুনা পরীক্ষায় ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২১৮ নমুনা পরীক্ষায় ১০৪ জন, শেভরনে ৩৫৩ নমুনা পরীক্ষায় ১১৩ জন, মেডিকেল সেন্টারে ৭০ নমুনা পরীক্ষায় ৩৪ ও এপিক হেলথ কেয়ারে ২৩১ নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৩ নমুনা পরীক্ষায় ১২ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ নমুনা পরীক্ষায় ২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।

এনিয়ে চট্টগ্রামে মারা গেছেন ৯৪৯ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ৭৫১ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM