নগরের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। তবে গত সপ্তাহের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও মুরগি।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
এসব বাজারে প্রতিকেজি কাঁচা কলা ৩০ টাকা, বেগুন ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, শসা ৫০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, আলু ১৮ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার ৪০ টাকা, পটল ৪০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা।
দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ টাকা, রসুনের ১৩০ টাকা, আদা ৭০ টাকা, হলুদ ১৬০ টাকায়। প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকা।
বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকা, নাজিরশাইল চাল ৬৮ টাকা, পোলাও চাল ৯০ থেকে ৯৫ টাকায়।
বাজারে ব্রয়লার ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ছাগরের মাংস ৮০০ টাকায় এবং গরুর মাংস ৫৫০ থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতিকেজি তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ টাকা, রুই মাছ ২৫০ থেকে ২৭০ টাকা, কাতল ২৮০ টাকা, লইট্যা ১২০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, ইলিশ মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, রূপচাঁদা ৬০০ টাকা, সিলভার কাপ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
জয়নিউজ/হিমেল/পিডি