সিজেকেএস জেলা দাবার উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী সিজেকেএস-তানজিনা এন্টারপ্রাইজ চট্টগ্রাম জেলা দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস কনভেনশন হলে প্রতিযোগিতা শুরু হয়।

- Advertisement -

প্রতিযোগিতায় ৪৭ জন আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়সহ ৯৬ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। প্রথম দিনের ১ম রাউন্ডের খেলায় ৪০ জন খেলোয়াড় জয়লাভ করেন। প্রতিযোগিতার শীর্ষ ৬ জন দাবাড়ু আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।

- Advertisement -google news follower

সিজেকেএস জেলা দাবার উদ্বোধন

প্রতিযোগিতার প্রথম দিনের খেলা পরিদর্শন করেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, কাজী মঈনুল হক মহিউদ্দীন, প্রবীন কুমার ঘোষ, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য ও প্রতিযোগিতার আরবিটর এস.এম তারেক, সদস্য সৈয়দ আব্দুল আহাদ, নাছির হাসান প্রমুখ।

- Advertisement -islamibank

প্রতিযোগিতার ২য় রাউন্ডের খেলা বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

 

জয়নিউজ/শহীদ/জুলফিকার

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM