মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইতালির নাগরিক ফাদার মারিনো রিগানের মরদেহ রোববার (২১ অক্টোবর) ভোরে দেশে আসবে।
ফাদার রিগান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা প্রদানের পাশাপশি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য রিগনের অন্তিম ইচ্ছা অনুযায়ী মৃত্যুর এক বছর পর সরকারিভাবে তার মরদেহ ইতালি থেকে বাংলাদেশে আনা হচ্ছে। দুপুরে বাগেরহাটের মোংলার শেলাবুনিয়ায় গার্ড অব অনার প্রদানের পর সেন্ট পলস গির্জার পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
সকালে মোংলা উপজেলা পরিষদ মাঠে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
ফাদার রিগনকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালে সরকার Friends of Liberation War Honour পদকসহ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
জয়নিউজ/আরসি