নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের ব্যস্ত সময়

বৃহত্তর চট্টগ্রামের নির্বাচনি এলাকাগুলোতে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) প্রচারণাকালে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় তাদের পক্ষ নির্বাচনি প্রচারপত্র বিলি করা হয়।

চট্টগ্রাম-৮: চান্দগাঁও-বোয়ালখালী (আবু সুফিয়ান)

- Advertisement -

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বিকাল ৩টায় ৪নং চান্দগাঁও ওয়ার্ড এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনি গণসংযোগ করেন। তিনি চান্দগাঁও ৪নং ওয়ার্ড এর শহীদবাড়ি, খতিববাড়ি, পাঠানীয়া গোদা, বরিশাল কলোনি, গাবতল, সিএন্ডবি এলাকায় গণসংযোগ করেন।

- Advertisement -google news follower

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, ২০ দলীয় জোট নেতা আনোয়ার সাদিক, চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এস এম মুসা, এম এ হামিদ, আফিল উদ্দিন আহমেদ, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ আলী, আবু বক্কর, মো. ফারুক, রফিক সওদাগর, আবু তাহের, নুরুল আমিন চিশতী, মহানগর যুবদল নেতা গিয়াসউদ্দিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, এরশাদ হোসেন, গোলজার হোসেন, মো. আলী সাকি, আরিফুল ইসলাম, কামাল উদ্দিন, এস.এম.ফারুক, মনছুর আলম, আব্দুল নবী, মহিলা দল নেত্রী শাহনেওয়াজ চৌং মিনু, আব্দুস সাত্তার মুন্সী, সাইদুল ইসলাম, মো. ইসকান্দর, রাজন খান, রুহুল আমিন, দিদারুল আলম, আলমগীর টিটু, আলী হোসেন, নুরুল আমিন সানাবী, সিরাজুল ইসলাম ইকবাল, মহানগর ছাত্রদল নেতা মো. আলমগীর, সাজিদ হাসান রনি, আবু বক্কর রাজু, লোকমান হাকিম রাশেদ খাঁন টিপু, মোরশেদ কামাল, শহীদুজ্জামান, মনছুর আলম, আরিফুল ইসলাম, ফখরুল ইসলাম শাহীন, মো. রোহান, আব্দুর রশিদ, মো. বাদশা, মো. রুবেল, শাহজাদা মুন্না, মো. রুবেল।

নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের ব্যস্ত সময়

- Advertisement -islamibank

চট্টগ্রাম-৫: হাটহাজারী (মাওলানা মঈনুদ্দীন রুহী)

আমাদের হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দীন রুহী বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।  তিনি সকাল থেকে হাটহাজারীর বড় দিঘীর পাড়, কামাল পাড়া, ইছাপুর, চাঁদগাজী বাড়ি, সাত্তারঘাট এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন আল আমিন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা হাফেজ ইসমাঈল, মাওলানা হাজী মুজাম্মেল, মাওলানা আলমগীর, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শাহাদাত হোছাইন, মাওলানা ক্বারী আব্দুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নাসির উদ্দিন, ব্যবসায়ী সোলায়মান, মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মাওলানা জোনাইদ জওহর, ওসমান কাসেমী, এরশাদুল্লাহ সিকদার, হাবিবুল্লাহ, আব্দুল বাকি, শহিদ উল্লাহ কায়সার।

নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের ব্যস্ত সময়

রাঙামাটি (দীপংকর তালুকদার)

আমাদের লংগদু  প্রতিনিধি জানান, রাঙামাটির লংগদুতে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার। সকালে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে পথসভা করেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম (চিনু), জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা।

 নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের ব্যস্ত সময়

রাঙামাটি (উষাতন তালুকদার)

আমাদের কাপ্তাই প্রতিনিধি জানান, আঞ্চলিক দল জেএসএস সমর্থিত প্রার্থী বর্তমান সাংসদ উষাতন তালুকদার কাপ্তাই থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। সকালে উষাতন তালুকদার তার দলীয় সমর্থকদের নিয়ে কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ বিহারে গিয়ে আশীর্বাদ গ্রহণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। তিনি চিৎমরম ইউনিয়নের চাকুয়া পাড়া, মুসলিম পাড়া, কাপ্তাইয়ের জেঠিঘাট, রাইখালী ইউনিয়নের বিভিন্ন স্পটে ভোটারদের কাছে সিংহ মার্কায় ভোট চান। এসময় জেএসএসের কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, সদস্য সুশীল বিকাশ চাকমা, কাপ্তাই উপজেলা জেএসএসের সভাপতি বিক্রম মারমা, সাধারণ সম্পাদক রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা, সাংগঠনিক সম্পাদক চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য মনুচিং মারমা।

জয়নিউজ/কাউছার/তালেব/নজরুল/বিশু/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM