আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশযাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তদন্তের জন্য তিনজন উপদেষ্টা নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে কমিটির সভাপতি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

- Advertisement -

রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

- Advertisement -google news follower

কমিটির অন্য দুই সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

কমিটি তিনটি বিষয়ে তদন্ত করবে। এগুলো হলো- গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না এবং এই ঘটনায় কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে সুপারিশ প্রদান করা।

- Advertisement -islamibank

তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনীয় সকল কাগজপত্র, সরঞ্জাম ও সাক্ষ্যপ্রমাণ চেয়ে নিতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে পারবে। এক্ষেত্রে সকল সরকারি ও বেসরকারি সংস্থা কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বাধ্য থাকবে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এর আগে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিপিকে (প্রশাসন) প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM