চট্টগ্রামে ডাকাতির বিপুল সরঞ্জামসহ তিন ডাকাত ধরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ২টি হাসুয়া, ২টি চাপাতি, ৫টি ছুরিসহ বিপুল পরিমাণ ঘর ভাঙার ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন এলাকার হাদুরখীলস্থ শরীফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িতদের অবস্থান নিশ্চিত হয়ে গত শনিবার থেকে রবিবার পর্যন্ত ফটিকছড়ি থানাধীন আজাদী বাজার ও নাজিরহাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামসহ মো.রহমত উল্যাহ, মো.রাশেদ ও মো.আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মডেল থানা পুলিশ।

- Advertisement -islamibank

সোমবার (১২ মে) হাটহাজারি সার্কেলের উপপুলিশ কমিশনার কাজি মোহাম্মদ তারেক আজিজ গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফটিকছড়ি থানাধীন আজাদীবাজার ও নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হলে দুজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে জানালেন উপপুলিশ কমিশনার কাজি মোহাম্মদ তারেক আজিজ।

এর আগে গত ১৯ এপ্রিল গভীর রাতে হাটহাজারী থানাধীন ধলই এলাকার হাদুরখীল শরীফের বাড়িতে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতদল নগদ টাকা, সোনার গহনা ও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যায়।

সেসময় ডাকাতিতে বাধা প্রদান করলে ডাকাতরা বাড়ির এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে আহত করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিম নাজিমুদ্দিন শরিফকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। পরে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM