চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সালামত উল্লাহ সারাং বাড়িতে পুকুরে ডুবে দুবছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। শিশু নেহাল একই ইউনিয়নের দুলাল মেম্বার বাড়ির সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র ছেলে। সে নানা সালামত উল্লাহর সারাং বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
নিহতের মামা মিনহাজ উদ্দিন পায়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বোন তার সন্তানকে নিয়ে বেড়াতে আসেন। কিন্তু সকাল সাড়ে ১১ টার দিকে আমার ভাগিনা একটি পেয়ারা হাতে নিয়ে বাহিরে চলে যায়।
পরে চারদিকে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশী করা হয়। সেখানে তাকে পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেএন/পিআর