সৌদি আরবের দাম্মামে দুর্ঘটনায় মারা গেছেন সাতকানিয়ার ওমর ফারুক

অনলাইন ডেস্ক

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের যুবক মোহাম্মদ ওমর ফারুক (২৬)। সে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল‍্য বলির পাড়ার আব্দুস সালাম হাজির বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে।

- Advertisement -

সোমবার (২৫ আগস্ট) সৌদি আরব সময় আনুমানিক ৩ টার সময় দাম্মাম শহরের একটি বিল্ডিংয়ে কাজ করার নময় মাথায় গ্লাস ভেঙে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।

- Advertisement -google news follower

নিহত সৌদি প্রবাসী ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদত হোসেন জানান, গত এক বছর আগে ওমর সৌদি আরব যান।

সোমবার রাতে বাড়িতে খবর আসল ওমর নিজ কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত কাঁচ তার মাথার উপর পড়ে তার মৃত্যু হয়েছে।

- Advertisement -islamibank

তার মৃত্যু শোকে আমরা খুবই ভারাক্রান্ত। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তার মরদেহ কি করা হবে তা জানানো হবে।

উপজলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরবে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় এলাকার ছেলে মোহাম্মদ ওমর ফারুকের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দু:খজনক। তার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ