আমিন-আমিন ধ্বনিতে মুখরিত দাওয়াতে খায়ের ইজতেমা ময়দান

দুনিয়া ও আখেরাতের শান্তি লাভের আশায় মহান আল্লাহতায়ালার দরবারে অশ্রুসিক্ত নয়নে দু’হাত তুলে হাজার হাজার মুসল্লীর আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়েছে হাটহাজারীর দাওয়াতে খায়ের ইজতেমা ময়দান।

- Advertisement -

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ময়দানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দাওয়াতে খায়ের ইজতেমা শেষ হয়েছে।

- Advertisement -google news follower

দাওয়াতে খায়ের ইজতেমা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান।

দাওয়াতে খায়েরের কেন্দ্রীয় মুয়াল্লিম মাওলানা ইমরান হোসাইন, ইজতেমা কমিটির সচিব মাওলানা সালামত আলী ও মাওলানা আবদুল মালেকের যৌথ সঞ্চালনায় ইজতেমার শেষ দিনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মোহাম্মদ মহসীন, আনোয়ার হোসেন, মোহাম্মদ সিরাজুল হক, মুহাম্মদ শামসুদ্দীন, গিয়াস উদ্দিন শাকের, অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, শাইখুল হাদিস আল্লামা সোলায়মান আনসারী, মুফতি মাওলানা আবদুল ওয়াজেদ, মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি, উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, উপাধ্যক্ষ মাওলানা আবুল কাসেম ফজলুল হক ও অধ্যাপক সৈয়দ জালালুদ্দিন আল আজহারী।

- Advertisement -islamibank

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমর উদ্দীন সবুর, মোহাম্মদ আনোয়ারুল হক, এম এ হামিদ, শাহজাদ ইবনে দিদার, মোছাহেব উদ্দীন বখতিয়ার, মাহবুব খাঁন, মাহবুব ইলাহি সিকদার, আবুল মনসুর, তসকির আহমদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহবুবুল আলম, সাদেক হোসেন পাপ্পু, এ টি এম নাসির উদ্দিন, মুহাম্মদ হাবিবুল্লাহ্ ও মাওলানা এয়াসিন হায়দারী।

জয়নিউজ/আবু তালেব/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM