সুদানে সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

আফ্রিকার দেশ সুদানে কেন্দ্রীয় সরকার ভেঙে দেওয়ার আদেশ দিয়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। একইসঙ্গে রাজ্যের সকল গভর্নরদের বরখাস্ত করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) তিনি এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। এক টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

- Advertisement -google news follower

প্রেসিডেন্ট ওমর আল বশির দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে দাবি করে টেলিভিশন ভাষণে বলেন, আগামী এক বছরের জন্য আমি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছি।

সুদান সরকারের কিছু পদক্ষেপের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করে দেশটির সাধারণ জনগণ। এই আন্দোলন একপর্যায়ে ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে মোড় নেয়।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM