‘অনেক পত্রিকা ছাপা বন্ধ করে অনলাইনে চলে এসেছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে অনেক নামিদামি পত্রিকা ছাপানো বন্ধ করে কেবল অনলাইনে চলে এসেছে। প্রযুক্তির প্রভাবে এখন আর কাগজের ব্যবহার হচ্ছে না। প্রযুক্তি এবং আধুনিকতার প্রভাবে এভাবে বিবর্তন আসতে থাকবে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

- Advertisement -

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা তিনি।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি সারাবিশ্বের মানুষের জন্য নানা সুযোগ সৃষ্টি করেছে, আধুনিকতার জায়গায় নিয়ে গেছে। আধুনিকতা ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য এক ধরনের ধারাবাহিকতায় চলতে থাকলে হবে না।

শেখ হাসিনা বলেন, তথ্যমন্ত্রীর (ড. হাছান মাহমুদ) সঙ্গে কথা হচ্ছিল। এখনো অনেকে চ্যানেল চাইছে। বললাম যতো চাইছে, দিয়ে দিতে। কিছু না হোক, কিছু লোকেরতো চাকরি হবে, কর্মসংস্থান হবে।

- Advertisement -islamibank

ওয়েজ বোর্ডের ব্যাপারে সরকারের যা করণীয়, তা সরকার করেছে মন্তব্য করে তিনি বলেন, বাকিটা মালিকপক্ষের, সেখান থেকে সাংবাদিকরা যা আদায় করে নিতে পারেন, সেটা তাদের ব্যাপার।

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM