এলইডি বাতিতে আলোকিত হবে ৪৬৬ কিলোমিটার রাস্তা

নগর আলোকায়নে বহুল কাঙ্ক্ষিত এলইডি বাতি স্থাপন প্রকল্প অনুমোদন পেল জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পর আ জ ম নাছির উদ্দীন নগরকে শতভাগ এলইডি বাতির আওতায় আনার উদ্যোগ নেন।

- Advertisement -

অনুমোদিত এই প্রকল্পের মাধ্যমে ৪৬৬ কিলোমিটার রাস্তা আলোকায়ন করা হবে। যেখানে প্রতিটি ওয়ার্ডে ৫ ফুট বা এর বেশি প্রশস্ততার ১০ কিলোমিটার সড়ক এলইডি বাতির আওতায় আসবে। বিদ্যুৎসাশ্রয়ী এ বাতি ৫ বছর পর্যন্ত জিরো রক্ষণাবেক্ষণ খরচে চলবে।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৯৮৯ সালে প্রথম বিদ্যুৎ উপ-বিভাগ সৃষ্টি হয়। মেয়র নাছিরের এ মেয়াদে ইতোমধ্যে রাজস্ব তহবিল হতে ১৬ কিলোমিটার ও প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার সড়ক এলইডি বাতি দ্বারা আলোকায়ন করা হয়েছে।

নগরপিতার ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’কে এলইডির আলোয় আরো বেশি মনোমুগ্ধকর লাগবে বলে প্রকল্প অনুমোদন হওয়ায় খুশি নগরবাসী।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিপিএন/পিডি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM