কেপিএমে গ্যাস সরবরাহ বন্ধ: উৎপাদন ব্যাহত

চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডে যান্ত্রিক ত্রুটির কারণে রোববার (৪ আগস্ট) বিকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে মিলে উৎপাদন ব্যাহত হচ্ছে।

- Advertisement -

চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোববার দুপুর থেকে কেপিএমে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আমরা আমাদের একট টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

- Advertisement -google news follower

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবি জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মিলের নিজস্ব জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কাগজ উৎপাদন বন্ধসহ আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে।

এদিকে মিল কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় সমগ্র আবাসিক এলাকায় মাইকিং করে জানিয়ে দেয়, গ্যাস বন্ধের কারণে কেউ কোনোভাবেই বৈদ্যুতিক হিটার ব্যবহার করতে পারবে না। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -islamibank

কয়েকজন শ্রমিক-কর্মচারী জানান, গত তিনমাস ধরে আমাদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। গ্যাস সিলিন্ডার কেনার টাকা এ মুহূর্তে আমরা কোথায় পাব?

কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন, কেপিএমের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়ার ব্যাপারটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি তাদের পানি-বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সমস্যার চিত্রও একই। এসব বিষয় নিয়ে রাঙামাটির সাংসদ, বিসিআইসিসহ বিভিন্ন দপ্তরে জানানোর পাশাপাশি প্রায় সময় আইন-শৃঙ্খলা সভায় আলোচনা হচ্ছে। কিন্তু কে শুনে কার কথা!

এ বিষয়ে জানতে কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড.এমএমএ কাদেরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, সরেজমিনে গিয়ে বিষয়টি জেনে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM