পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে সোমবার (১০ সেপ্টেম্বর) ১৪৪০ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে বুধবার (১২ সেপ্টেম্বর) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হচ্ছে এবং শুক্রবার (২১ সেপ্টেম্বর) সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

- Advertisement -

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।

- Advertisement -google news follower

ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ নানা ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, তবে শিয়া মতাবলম্বীদের কাছে এটি বিষাদের দিন।

মহানবী হযরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এই দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন।

- Advertisement -islamibank

ইসলামে ১০ মহররমের আরো তাৎপর্য রয়েছে। এদিন আসমান ও জমিন সৃষ্টি, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আ.)-কে সৃষ্টি, মহান আল্লাহতায়ালা নবীদেরকে স্ব স্ব শত্রুর হাত থেকে নিরাপদ আশ্রয় দিয়েছেন।

বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এ দিন সরকারি ছুটি।

জয়নিউজ/এসআই/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM