প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহান সাজুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করছে প্রাইম মুভার চালক ও শ্রমিকরা।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করে। এতে চট্টগ্রাম বন্দরসহ তৈরি পোশাক শিল্প ছাড়াও বিভিন্ন শিল্প-কারখানার কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন জানান, সাজুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রাইম মুভার চালক-শ্রমিকরা সবাই স্বেচ্ছায় কর্মবিরতি পালন করছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জয়নিউজকে বলেন, বেসরকারি প্রাইম মুভার চালকরা কর্মবিরতি পালন করলেও বন্দরের অভ্যন্তরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
জয়নিউজ/পিডি