বাড়ছে লিড, ম্যাচে ফেরার আশায় বাংলাদেশ

আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমেছে সফরকারিরা।

- Advertisement -

নবীকে ফিরিয়েছেন মিরাজ
মেহেদী হাসান মিরাজের আগের বল স্লগ সুইপে ছক্কায় উড়িয়েছিলেন মোহাম্মদ নবী। পরের বলে তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন অফ স্পিনার। স্কয়ার লেগে মুমিনুল হকের হাতে ধরা পড়ার আগে নবী করেন ৮ রান।

- Advertisement -google news follower

ইব্রাহিমকে থামালেন নাঈম
মাত্র ১৩ রানের জন্য অভিষেকে সেঞ্চুরি মিস করেছেন ইব্রাহিম জাদরান। তাকে ফিরিয়েছেন নাঈম হাসান। অফ স্পিনারকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কায় উড়াতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। লং অনে ধরা পড়েন মুমিনুল হকের হাতে। ২০৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৭ রানের ইনিংসটি সাজান ইব্রাহিম।

আফগানিস্তানের লিড তিনশ
চা বিরতির পর তিনশ পেরিয়েছে আফগানিস্তানের লিড। দলের লিড বাড়াচ্ছেন ইব্রাহিম জাদরান ও আফসার জাজাই। ইব্রাহিম জাদরানের ব্যাটে বাড়ছে আফগানিস্তানের লিড। চা বিরতির সময় দ্বিতীয় ইনিংসে ৬০ ওভারে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান। লিড ২৯৩ রানের। ইব্রাহিম ৮২ ও আফসার জাজাই ৪ রানে অপরাজিত আছেন।

- Advertisement -islamibank

তাইজুলের শিকার আসগর
বাঁহাতি স্পিনার তাইজুলের বলে ফিরেছেন আসগর আফগান। ভেঙেছে ১০৮ রানের চতুর্থ উইকেট জুটি। তাইজুলের লেগ স্টাম্পের ওপরের বল ফ্লিক করতে চেয়েছিলেন আসগর। বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে ক্যাচ যায় লেগ স্লিপে সাকিব আল হাসানের হাতে।

১০৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন আসগর। তখন ৫১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৩৬ রান। লিড ২৭৩ রানের। ৬৬ রানে অপরাজিত আছেন ইব্রাহিম জাদরান। তার সঙ্গী হয়েছেন আফসার জাজাই।

আসগরের ফিফটি, জুটির সেঞ্চুরি
ইব্রাহিম জাদরান ও আসগর আফগানের ব্যাটে বাড়ছে আফগানিস্তানের লিড। প্রথম ইনিংসে ৯২ রানের পর দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন আসগর। ১০০ বলে ফিফটি করতে ৪টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটসম্যান। ছুঁয়েছে তাদের চতুর্থ উইকেট জুটির শতরানও, ১৮২ বলে।

৪৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। লিড ২৭২ রানের। ইব্রাহিম ৬৫ ও আসগর ৫০ রানে অপরাজিত আছেন।

অভিষেকে ইব্রাহিমের ফিফটি
প্রথম ইনিংসে উইকেটে থিতু হয়ে বড় রান পাননি। তবে দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন অভিষিক্ত ইব্রাহিম জাদরান। ১১৭ বলে পঞ্চাশ স্পর্শ করতে ৪টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান ১৭ বছর বয়সি ব্যাটসম্যান।

বড় লিডের পথে আফগানিস্তান
আগের ইনিংসে ১৩৭ রানে এগিয়ে থাকার পর বড় লিডের পথে আফগানিস্তান। এখন অবধি তাদের লিড ২১২ রান।

সাকিবের পর নাঈম
সাকিবের জোড়া আঘাতের পর আফগান ইনিংসে নাঈমের আঘাত। হাশমতউল্লাহ (১২) স্লিপে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ড্রেসিংরুমে।

সাকিবের জোড়া আঘাত
তবে বড় ব্যধানে এগিয়ে থাকলেও দিনের শুরুতেই আফগান ইনিংসে সাকিবের জোড়া আঘাত। ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে কাপ্তান সাকিবের তৃতীয় ডেলিভারিতে ওপেনার ইহসানউল্লাহ জানাত (৪) এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। পরের বলে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহকে (০) ফিরতি ক্যাচে ফেরান সাকিব।

নাঈমের বিদায়
এর দুই ওভার পর রশিদ খানের দারুণ এক ডেলিভারি বুঝতে না পেরে বসে প্যাড দিয়ে ঠেকিয়ে দেন নাইম হাসান। আম্পায়ারও আঙুল তুলতে দেরি করেননি। রিভিউ নিলেও তাতে কাজ হয়নি। ১২ বলে ৭ রানে আউট হন নাইম। অপরপ্রান্তে মোসাদ্দেক ৮২ বলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত ছিলেন।

শুরুতেই তাইজুল বোল্ড
তৃতীয় দিনের প্রথম ওভারটা শুরু করেন আফগানিস্তানের অফস্পিনার মোহাম্মদ নবী। তার তৃতীয় ডেলিভারিতেই সাজঘরের পথ ধরেন তাইজুল। ৫৮ বল মোকাবেলায় ১৪ রান করে নবীর বলে বোল্ড হন তিনি।

দ্বিতীয় দিন শেষে
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৯৪ রান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM