জুরাছড়িতে কাপ্তাই হ্রদে সেনাবাহিনীর আদর্শ একুশ ইউনিটের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুর ৩টায় চিত্তিমাছড়া এলাকা থেকে জোনের দপ্তরেরঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সাতটি দল অংশগ্রহণ করে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইনুর রহমান।
এসময় জুরাছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হাসান, নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মো. তানভীর হোসেন, মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, মেজর এসএম মাঝহারুল আদনান, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুল হাই, হেডম্যান করুণাময় চাকমা এবং জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রাঙামাটির বালুখালী ইউনিয়নের রাজমুনিপাড়া মিন্টু ত্রিপুরার দল প্রথম, জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়নের কতরখাইয়া মিটন চাকমার দল দ্বিতীয় এবং রাঙামাটি বালুখালী ইউনিয়নের আমতলীপাড়ার ধনী বড়ুয়ার দল তৃতীয়স্থান অধিকার করেন।