সরকার পেঁয়াজ আমদানিতেও ব্যর্থ : শাহাদাত

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণ আজ দিশেহারা। ২০ টাকার পেঁয়াজ এখন ২শ’ টাকার অধিক। সরকার পেঁয়াজ আমদানিতেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে নগর বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর সিএনজি চালক দল আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

- Advertisement -google news follower

ডা. শাহাদাত বলেন দীর্ঘ ২ মাস ধরে সাধারণ জনগণ চরমভাবে ভোগান্তিতে আছে। কিন্তু সরকারের নির্লিপ্ততা সাধারণ জনগণ হতাশ। অবিলম্বে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়া সত্ত্বেও সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বন্দি করে রেখেছে। বেগম জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বেগম জিয়ার মুক্তি আন্দোলনে চালক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

- Advertisement -islamibank

নগর সিএনজিচালক দলের সভাপতি নূর মিয়া মধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিএনজিচালক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর সিএনজিচালক দলনেতা মো. শিপন, মো. কামাল, মো. জামাল হোসেন, মো. লোকমান হোসেন, মো. নূর নবী, মো. মাকসুদুর রহমান, মো. আবি আবদুল্লাহ, মো. কবীর, মো. রাকিব, মো. মাঈন উদ্দিন, মো. বেলাল, মো. আলী, মো. হাসেম, মো. আলমগীর, মো. সবুজ, মো. জাবেদ, মো. আনোয়ার ও মো. সামশুদ্দিন।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM