ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

নগরের ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং নিউমুরিং এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

আহতরা হলেন- ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব(১৮), নুরুল আলম (৩৫), এনায়েত এবং আজম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

- Advertisement -google news follower

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওস্টেন মেরিন সাবিজে কাজ করার সময় ৬ শ্রমিক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে দগ্ধ হয়। আহতরা সবাই ওই ওয়ার্কশপের শ্রমিক। তাদের দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার হেলাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে আমরা পৌঁছার আগেই আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে রওনা দেয়।

তিনি বলেন, শ্রমিকরা ওয়ার্কশপটির বাইরে রাস্তার উপর ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার গরম হয়ে বিস্ফোরণ ঘটে উপরের দিকে উঠে যায়। সিলিন্ডারটি টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য হামিদুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার সময় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। আহতদের অনেকের অবস্থা গুরুতর।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM