দুদকের মামলায় নির্বাচন কমিশনের ২ কর্মচারী কারাগারে

মানিলন্ডারিং মামলায় নির্বাচন কমিশনের দুই করর্মচারীদের আটক করেছ দুদক। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

বুধবার (১১ ডিসেম্বর) সরোয়ারী জাহানের আদালতে এই আদেশ দেওয়া হয়।

- Advertisement -google news follower

বিষয়টি জয়নিউজের কাছে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম মেট্টো উপপরিচালক লুৎফুর রহমান চন্দন।

দুদক সূত্র জানান, আটককৃতরা হচ্ছেন চট্টগ্রাম সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ঋষিকেশ দাশ ও বান্দরবান জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নিরুপম কান্তি নাথ।

- Advertisement -islamibank

দুদক চট্টগ্রাম মেট্রো উপ পরিচালক লুৎফুর কবির চন্দন জয়নিউজকে বলেন, আটককৃতদের আয়ের সঙ্গে ব্যয়ের নানা অসঙ্গতি পাওয়ায় তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারার তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে। অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ টাকার পরিমান হচ্ছে ৬৯ লাখ ৭ হাজার টাকা।

জয়নিউজ/গিয়াস/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM