কাপ্তাইয়ে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব উদ্বোধন শনিবার

একদিন পরই সেই মাহেন্দ্রক্ষণ। কাপ্তাইবাসীসহ গোটা পার্বত্যাঞ্চলের অধিবাসীরা অপেক্ষায় রয়েছে কর্ণফুলি সরকারি ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য।

- Advertisement -

শনিবার (১১ জানুয়ারি) পাঁচ দিনব্যাপী মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় এ অ্যাডভেঞ্চার অনুষ্ঠিত হবে।

- Advertisement -google news follower

এ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব উদ্বোধন শনিবারএতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা, ওসিয়ান সেলর এন্ড অ্যাডভেঞ্চারের প্রতিনিধি মিসেস এ্যানি কোয়েমেরি (Ms.Anne Quemere), কাপ্তাই নৌ-বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এমএ মুকিত খান, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবীর।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

উৎসবে দেশ-বিদেশের প্রায় ১০০ জন অ্যাডভেঞ্চার অংশ নিবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উন্নয়ন বোর্ডে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পার্বত্যাঞ্চল হতে ৩১ জন, দেশের অন্যান্য স্থান হতে ৫৩ জন এবং বিদেশী ১৬জনসহ সর্বমোট ১০০ জন অ্যাডভেঞ্চার অংশ নিবে এ উৎসবে। তন্মধ্যে ২৭ জন নারীও থাকবে। এছাড়া, ১৬ জন বিদেশী প্রশিক্ষকও অংশ নিবে এই উৎসবে।

জয়নিউজ/নজরুল/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM