বান্দরবানে শ্বাসকষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে চিংহ্লা মং মারমা (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ জুন) বিকালে তাঁর মৃত্যু হয়।

- Advertisement -google news follower

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় বাড়িতেই অবস্থান করছিলেন মাছ ব্যবসায়ী চিংহ্লা মং মারমা। মঙ্গলবার বিকালে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে বাড়িতেই মারা যান তিনি। তিনি মারমা বাজারে মাছের ব্যবসা করতেন।

খবর পেয়ে পুলিশ, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের নমুনা সংগ্রহ করেন।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মিঠুন বড়ুয়া জয়নিউজকে বলেন, নিহত ব্যবসায়ী করোনা উপসর্গের লক্ষণগুলো ছিল। তাই চিকিৎসকের পরামর্শে ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM