ফুটবল খেলোয়াড়দের অর্থ সহায়তা দিলেন নগরপিতা নাছির

করোনা দুর্যোগকালীন সময়ে ১২০ জন খেলোয়াড়ের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

শনিবার (১৮ জুলাই) বিকালে এমএ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস কনভেনশন হলে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে খেলোয়াড়দের এ অর্থ সহায়তা দেওয়া হয়।

- Advertisement -google news follower

নগরপিতা বলেন, ক্রীড়াঙ্গনে যারা পেশাদার, করোনা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজ খেলাধুলা নেই। ক্রীড়াঙ্গণ ধু-ধু করছে। খেলোয়াড়, কোচ ও সংগঠকদের রুটি-রুজির পথ বন্ধ। অথচ এদের অনেকেই ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক সম্মান বয়ে এনে জাতির মুখ উজ্জ্বল করেছে। অথচ আজ মহাদুর্যোগে তাদের মুখগুলো মলিন। অবশ্য একদিন এই দুর্যোগ কেটে যাবে। এজন্য কতদিন অপেক্ষা করতে হবে তা জানি না। তারপরও এই দুর্যোগকালীন সময়ে কিছুটা সহায়তায় আপনাদের কষ্ট লাঘব হলে সাহস ফিরে আসবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন, মো. হাসান, দেবাশীষ বড়ুয়া, কিশোর দত্ত মানু, নিজাম উদ্দিন নাজু, মো. সরোয়ার, হায়দার কবির প্রিন্স, মো. ইব্রাহীম, মো. সোহেল, মো. একরাম, টুটুল, তুষার বড়ুয়া ও উজ্জ্বল বড়ুয়া।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM