করোনায় মারা গেলেন চবি ভিসির স্বামী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

- Advertisement -

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -google news follower

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহরের নামাজের পর গরীবুল্লাহ শাহ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সেখানে দাফন করার কথা রয়েছে।

এর আগে গত ১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে উপাচার্য শিরীণ আখতার, তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী, মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের সাত সদস্যের করোনা শনাক্ত হয়। পরে ১৩ জুলাই রাতে উপাচার্য, তার স্বামী ও মেয়ে রিফাত মোস্তফা সিএমএইচে ভর্তি হন।

- Advertisement -islamibank

সেখানে এক সপ্তাহ পর চবি উপাচার্য শিরীণ আখতার করোনামুক্ত হন। অন্যদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাসকষ্টসহ শরীরে অন্যান্য জটিলতা দেখা দিলে কয়েকদিন আগে আইসিইউতে ভর্তি হন লতিফুল আলম চৌধুরী। এছাড়া ১০ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন লতিফুল আলম চৌধুরী। এতে একটি কিডনি নষ্ট হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM