চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম (৬৮) আর নেই (ইন্নালিল্লাহে…. রাজেউন)।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে সাইফুর রহমান জানান, কলকাতার নারায়না রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার হাসপাতালের সকল প্রক্রিয়া শেষে বাবার মরদেহ দেশের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে। আগামীকাল শনিবার এস এম নাসিমা বেগম দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে প্রবীণ রাজনৈতিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান প্রমুখ।
জয়নিউজ/কাউছার/পিডি