লকডাউন নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের আলোচনা চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে।

- Advertisement -

এসময় দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।

- Advertisement -google news follower

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের পর্যাপ্ত বেড রয়েছে, যদি তা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা সংখ্যা আরো বাড়াব। তবে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তাব্যবস্থা সুন্দর আছে।’

- Advertisement -islamibank

মন্ত্রী বলেন, আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ লে. কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM