জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, লাঠিচার্জ

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্য ও ছাত্রদলের নেতাকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ শুরু হয়।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি হিসেবে নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভেতরে দাঁড়িয়ে ছিলেন।  আর বাইরে অবস্থান করছিলেন পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় আসে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার সূচনা হয়। এসময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশও তাদেরকে লাঠিচার্জ করে।

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, লাঠিচার্জ

- Advertisement -islamibank

একপর্যায়ে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়। এসময় ছাত্রদেলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের  নেতাকর্মীদের ইটের আঘাতে আহত হন একজন পুলিশ সদস্যও।

পুলিশ বলছে, জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল আজ যে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল তার অনুমতি নেই। একারণে তাতে বাধা দেওয়া হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল প্রেসক্লাব এলাকায়। এতে বাধা দেয় পুলিশ। এসময় উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেলও নিক্ষেপ করে পুলিশ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM