পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের, আহত ৫

কক্সবাজারে পেকুয়ায় মসজিদের নির্মাণকাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জসিম উদ্দীন (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৪টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব জালিয়াপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত জসিম পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতব্বর পাড়ার রফিক আহমদের ছেলে। আহতরা হলেন— আবদুল জব্বার (৩২), খায়রুল বশর (৪৫), আবদুস সালাম (১৮), আবদুল মান্নান (২৫) ও মো. আইয়ুব (১৭)। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানান, বিকেলে মসজিদের পিলারের রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জসিম উদ্দিন। এ সময় আহত হন আরও ৫ শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম বলেন, মসজিদের পিলারের রড তুলতে গিয়ে পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে এ ঘটনা ঘটে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM