নতুন সূচিতে টিকা দেবে জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকাদান কর্মযজ্ঞের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে নতুন কর্মসূচি অনুযায়ী টিকা দেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকা দেওয়ার কার্যক্রম চলবে।

- Advertisement -

গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, এতদিন সকাল থেকে বিকেল পর্যন্ত টিকা দেওয়া হলেও সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী টিকাদান কার্যক্রম চলবে। সকালে আগের মতোই অন্যান্য সেবা কার্যক্রম চলানো হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকা দেয়া হবে।’

- Advertisement -google news follower

হাসপাতালের ভ্যাকসিন বাস্তবায়ন কমিটির ফোকাল পার্সন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘প্রতিদিন এই কেন্দ্রে সাড়ে চার হাজার মানুষকে টিকা দিতে হচ্ছে। এতদিন সকাল থেকে টিকা দেওয়া হলেও এখন যেহেতু সংক্রমণ কিছুটা কমে এসেছে, তাই হাসপাতালের অন্য সেবা কার্যক্রমগুলো পুরোদমে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে যেহেতু টিকা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে মেলামেশা না হয়, তাই নতুন সূচি অনুযায়ী টিকা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম ও দ্বিতীয় ডোজের সকলকে সেই অনুযায়ী এখন থেকে টিকা দেওয়া হবে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM