বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে স্টোক করেছেন নোয়াখালীর খবর সম্পাদক ও জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার যুগ্ম সম্পাদক, জাতীয় সাংবাদিক ক্লাব মহাসচিব, লায়ন এম. আনোয়ার হোসেন রুমি’র মমতাময়ী মা।
গত ১৩ ডিসেম্বর রাত ৮ টার দিকে বড় ছেলে সাংবাদিক রুমির বাসায় স্টোক করেন তিনি। জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণ পরীক্ষা-নিরীক্ষার পর জাতীয় হৃদরোগ হাসপাতালে রেফার করে আমেনা বেগমকে।
বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালের ১৮ নং মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আমেনা বেগম নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ সওদাগর বাড়ি নিবাসী মরহুম আবুল কালাম সওদাগরের সহধর্মীনী।
জানা গেছে, সম্প্রতি তার চোখের ছানি অপারেশনের পর পূর্বে প্রথম দফায় স্টোক করেন আমেনা বেগম। পরবর্তীতে চিকিৎসার পর বাসায় আনা হলে গত শনিবার তিনি দ্বিতীয়বারের মতো স্টোক করেন।
বয়োবৃদ্ধ আমেনা বেগম হার্ট, ডায়াবেটিস, উচ্চরক্তাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন ধরে।
অসুস্থ আমেনা বেগমের সুস্থতা ও নেক হায়াত কামনায় পরিবারের পক্ষ থেকে আমনা বেগমের ছোট ছেলে মিডিয়া কর্মী ইমাম হোসেন বাপ্পি মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
জেএন/পিআর