চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মো. হৃদয় (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন কর্ণফুলী থানা পুলিশ। গ্রেপ্তার হৃদয় পটিয়া উপজেলার উত্তর হারিণ খাইন এলাকার মোঃ ফারুকের ছেলে। সে বর্তমানে বাকলিয়ার বাস্তুহারা এলাকায় বসবাস করে বলে পুলিশ জানায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গত ১৬ মার্চ হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে মিছিল বের করে।
এ ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। যার মামলা নং-২১।
ওইদিনের ফুটেজ দেখে শনাক্ত করার পর অভিযান পরিচালনা করে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।
এর আগে গত ১৭ মার্চ একই ঘটনায় আরও ৪জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়।
জেএন/পিআর