বরকলে কৃষকদের সার ও বীজ বিতরণ

রাঙামাটির বরকল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ ও ঘাটে রবি মৌসুমের প্রাণোদনা কর্মসূচির আওতায় ৫টি ইউনিয়নের ১১৫ জন কৃষক-কৃষাণীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুক্তা চাকমার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুপ কুমার দত্ত, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তরা চাকমা, বরকল উপজেলা পরিষদের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  শিমুল চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রজ্ঞা জ্যোতি চাকমাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, রবি মৌসুমে প্রাণোদনা কর্মসূচির আওতায় সুবলং ইউনিয়নের ২০ জন, বরকল ইউনিয়নের ৩০ জন, আইমাছড়া ইউনিয়নের ২৫ জন, ভূষণছড়া ইউনিয়নের ২০ জন ও বড়হরিণা ইউনিয়নের ২০ জন কৃষক-কৃষাণীদরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুক্তা চাকমা।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM