উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম প্রেসক্লাবের ভোট

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

- Advertisement -

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

- Advertisement -google news follower

বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭টি ভোট পড়েছে।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শুকলাল দাশ জয়নিউজকে বলেন, সকাল থেকে ভোট শুরু হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

- Advertisement -islamibank

অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ) জয়নিউজকে বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আব্বাস, জসীম চৌধুরী সবুজ, এজাজ ইউসুফী ও আবু তাহের মুহাম্মদ।

সিনিয়র সহসভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিফ সিরাজ ও সালাহউদ্দিন মো. রেজা।

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনজুর কাদের মনজু ও নিরুপম দাশগুপ্ত।

সাধারণ সম্পাদক পদে জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন শুকলাল দাশ ও ফরিদ উদ্দিন চৌধুরী।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম, শহীদুল্লাহ শাহরিয়ার ও আলমগীর সবুজ।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেব দুলাল ভৌমিক ও তৌফিকুল ইসলাম বাবর।

সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রূপম চক্রবর্তী ও মো. শাহ আজম।

ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান।

গ্রন্থাগার সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রাশেদ মাহমুদ, জসীম উদ্দীন সিদ্দিকী, মো. শওকত ওসমান ও মো. শহীদুল ইসলাম।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আইয়ুব আলী ও রোকসারুল ইসলাম।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিন্টু চৌধুরী ও আলীউর রহমান।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মইনুদ্দীন কাদেরী শওকত, মনজুরুল আলম মঞ্জু, স ম ইব্রাহীম, কাজী আবুল মনসুর, তাপস বড়ুয়া রুমু, শামসুল হুদা মিন্টু, মো. শামসুল ইসলাম, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আলী, রাজেশ চক্রবর্তী ও আল রাহমান।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM